ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাতৃভাষা দিবসে ড্যাবের রক্তদান কর্মসূচি বৃহস্পতিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মাতৃভাষা দিবসে ড্যাবের রক্তদান কর্মসূচি বৃহস্পতিবার

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সেদিন সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করা হবে।



ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ভাষা সৈনিক মোহাম্মদ আব্দুল গফুর।

কর্মসূচিতে চিকিৎসক ও পেশাজীবীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।