ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ে স্বাস্থ্য বিভাগের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ে স্বাস্থ্য বিভাগের উদ্বেগ

রাজশাহী: জাতীয়ভাবে যক্ষ্মা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এর সাথে নতুন করে যোগ হয়েছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স (এমডিআর) বা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা।

স্বাস্থ্যক্ষেত্রে এ ধরনের যক্ষ্মাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিভাগে গত বছর ৮৬ জন এমডিআর রোগী চিহ্নিত করা হয়েছে। এছাড়া এই বিভাগে একই সময়ে ১০ হাজার ৭৬৫ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। আর ২০১৩ সালে এই ধরণের রোগীর মৃত্যুর হার ছিল শতকরা ৫ দশমিক ২৪ ভাগ।

তবে সব ধরনের যক্ষ্মা রোগের চিকিৎসা রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল এবং বগুড়া ও পাবনা বক্ষব্যাধি ক্লিনিকে হচ্ছে বলেও আয়োজিত ওই সংবাদ সম্মেলন থেকে জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. গাজিউল আলম ও বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।