ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডোমারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ডোমারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ডোমার পৌরসভা এলাকার ময়দানপাড়ায় অবস্থিত ব্র্যাকের মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প কার্যালয় চত্বরে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এসময় সরকারি স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের যৌথ উদ্যোগে সন্ধানীর সহযোগিতায় এ রক্তদান কর্মসূচিতে ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
 
ব্রাকের মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প, ডোমার উপজেলা কার্যালয়ের উপজেলা ব্যবস্থাপক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির নীলফামারী শাখার জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক আরেফা ইয়াছমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।