ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওষুধের মান নিশ্চিত করতে হবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
ওষুধের মান নিশ্চিত করতে হবে ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমাদের দেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যতো পদক্ষেপই নেওয়া হোক না কেন- সবার আগে চাই উন্নতমানের ওষুধ তৈরি ও সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম নির্ধারণ। ’ 
 
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ দু’টি পদক্ষেপের ওপর জোর দিলেন সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে করণীয় বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়া বক্তারা।



শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল রেডিসনে চলছে দ্বিতীয় দিনের সেমিনার।

দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন আয়োজক বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার’ পিপিআরসি’র এক্সিকিউটিভ চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

বক্তব্য রাখেন সুইস ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ/বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ডা. ফেলিক্স রথ, ভারতের অন্ধ্রপ্রদেশের অনুরাধা কাতোয়াল, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. রেজাউল হক, আইসিডিডিআরবির ডা. এস এম শরিফুল ইসলাম, মোহাম্মদ রাশিদুল আলম, শেরিন শায়লা মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আবদুল হামিদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতটি উপেক্ষিত। সরকারি পর্যায়ে বরাদ্দ অর্থের অনেকটাই নয়-ছয় হয়। এটা দেখার কেউ নেই।

তারপরও গ্রামের মানুষ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে যান। ধনীরা বেসরকারি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নেন। তারপরও দেখা যায় সরকারি হাসপাতালে চিকিৎসার অনিয়ম হলে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। কিন্তু বেসরকারি ক্লিনিকে তা একেবারে অনুপস্থিত।  
 
বৃহস্পতিবার সকালে একই ভেন্যুতে প্রথম দিনের সেমিনার শুরু হয়ে বিকেলে শেষ হয়। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভিডিও বার্তায় সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন।

শুক্রবার পলিসি প্যানেলে ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব এ এম এম নাসিরউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স বিভাগের সৈয়দ আবদুল হামিদ, শাদাব মাহমুদ, আশাদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।