ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ২১০ কেন্দ্রে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
সিলেটে ২১০ কেন্দ্রে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার সহযোগিতায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) নগরীর ধোপাদিঘীর বিনোদনী নগর মাতৃসদন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার।

সভায় জানানো হয়, আগামী ২৫ এপ্রিল সারা দেশের ধারাবাহিকতায় সিলেটেও শিশুদেরকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এদিন নগরীর ২শ’ ১০টি স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ২শ’ ৭০ জন প্রতিবন্ধী শিশুও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এনইউ/এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।