ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ২, ২০১৫
গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু-চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (০২ মে) দিনব্যাপী রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ ক্যাম্পের আয়োজন করা হয়।



চক্ষু-চিকিৎসা ক্যাম্পে যৌথভাবে সহযোগিতা করে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল আলী মোল্লা ও তার সহধর্মীণি রাবেয়া বেগম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম রেজাউল হক ও কুয়েতের মুশরু আল-জারি নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফায়েজ হিয়া আল ইঞ্জি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান। পরে অতিথিরা ক্যাম্পে সেবা কার্যক্রমটি ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।