ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দশ হাজার নার্স নিয়োগ দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ৫, ২০১৫
দশ হাজার নার্স নিয়োগ দেবে সরকার ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: খুব শীঘ্রই আরও দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে ধাত্রী সেবা প্রদর্শনী স্টল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব শীঘ্রই আরও দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।

যারা প্রসবকালীন ধাত্রী সেবায় নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনেক সম্মান দিয়েছেন বলেও এ সময় উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক। আরও উপস্থিত ছিলেন স্থানীয় এমপি হাজী মোহাম্মদ সেলিম।

৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস (ধাত্রী দিবস) উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় একটি ৠালি নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ঢামেক বহির্বিভাগের সামনে গর্ভকালীন মা ও শিশুদের সেবা সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে ১২টি স্টল।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।