ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইগাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ঝিনাইগাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) নলকুড়া ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ঝিনাইগাতী-শ্রীবরদী কল্যাণ সমিতি’র উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।



মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, ডায়াবেটিস, সার্জারি, অর্থোপেডিকস, অ্যাজমা, হাঁপানি, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

এ মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন গাইনি বিশেষজ্ঞ ডা. শামছুন্নাহার শিরিন, শিশু বিশেষজ্ঞ ডা. আয়ূব আলী, অর্থোপেডিক সার্জন সহিদুল ইসলাম, নাক-কান বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল করিম, ঝিনাইগাতী স্বাস্থ্য সব কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া, মেডিকেল অফিসার ডা. শামীম আহমেদ ও ডা. আমজাদ আলী প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন- শাহ মো. আবু রায়হান আলবেরুনী(বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব)। এ ক্যাম্পে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।