ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরায় এইডস্ প্রতিরোধে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
মাগুরায় এইডস্ প্রতিরোধে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: দেশে এ পর্যন্ত ৩ হাজার ৬৭৪ জন এইচআইভি ভাইরাসের সংক্রামণের শিকার হয়েছেন। শুধুমাত্র ২০১৪ সালেই আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন।



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এ পর্যন্ত এইচআইভি থেকে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৩ জন। যার মধ্যে গত বছরই মারা গেছেন কমপক্ষে ৯১ জন।

এ কারণে বাংলাদেশ ব্যাপকভাবে এইডস্ ঝুকিতে রয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে মাগুরায় এইচআইভি এইডস্ প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক সভায় এ তথ্য জানানো হয়।

আইসিডিডিআরবির ব্যবস্থাপনায় দি গ্লোবাল ফাউন্ডেশনের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউস কনসোর্টিয়াম শহরের কেশবমোড়ের অফিসে এ মতবিনিময় সভা করে।

দুপুর ২টায় সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার জেলা ম্যানেজার কবির হোসাইন, সাংবাদিক রূপক আইচ, অলোক বোস, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, লিটন ঘোষ প্রমুখ।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার ১০ জন কর্মী অংশগ্রহণ করেন। এইচআইভি এইডস্ বিষয়ে সচেতনা বাড়াতে গণমাধ্যমে ব্যাপক প্রচারণার আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।