ঢাকা: এ বছরের ‘স্মাইল ট্রেইন ইন্টারন্যাশনাল স্কলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী। আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জারি (এএসপিএস) ও প্লাস্টিক সার্জারি ফাউন্ডেশনের (পিএসএফ) পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে এএসপিএস ও পিএসএফ’র বার্ষিক বৈঠকে আইয়ুব আলীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইয়ুব আলী অর্থোপেডিক হসপিটালের (পঙ্গু হাসপাতাল) ‘প্লাস্টিক সার্জারি’ বিভাগের প্রধান। তিনি আন্তর্জাতিক দাতা সংস্থা ‘স্মাইল ট্রেইন’র আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন স্থানে প্লাস্টিক সার্জারি ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কার নেওয়ার পর আইয়ুব আলী যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটির প্লাস্টিক সার্জারি কার্যক্রম ও অপারেশন প্রত্যক্ষ করছেন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এইচএ