ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে (মুৠাল) পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, সাবেক প্রক্টর ও চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম সালেক, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারিসুল হক, সাবেক সহকারী প্রক্টর ও ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক সহকারী প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এটি