ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দায়িত্ব নিয়ে কাজ করুন, চিকিৎসকদের প্রতি মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
দায়িত্ব নিয়ে কাজ করুন, চিকিৎসকদের প্রতি মন্ত্রী ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর ধানমন্ডিতে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।



স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ডাক্তারদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে।

চিকিৎসকরা নির্যাতিত হয় এমন কোনো আইন করা হবে না বলেও জানান নাসিম।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালালসহ চিকিৎসক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমইউএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।