ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে চালু আরও ৪ অপারেশন থিয়েটার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ঢামেকে চালু আরও ৪ অপারেশন থিয়েটার চার ওটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

ঢাকা: রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও চারটি নতুন অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়েছে।

বুধবার (২৫ জুলাই) দুপুর পৌনে ২টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ চার ওটি উদ্বোধন করেন।  

ঢামেক হাসপাতালে নতুন চারটি ওটি চালু হওয়ায় এখানকার রোগীদের স্বাস্থ্য সেবার মান উন্নত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।



তারা জানান, এবার থেকে হাসপাতালের মোট ছয়টি ওটিতে ২৪ ঘণ্টা রোগীদের অপারেশন চলবে। ওটির পাশেই রয়েছে পোস্ট অপারেটিভ ও হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)। আগে জরুরি বিভাগের ওটিতে রোগীর অস্ত্রোপচারের পরে তাকে নেওয়া হতো হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ অথবা হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ)। তবে নতুন চারটি ওটির পাশেই এ সাব ইউনিটগুলো থাকায় রোগীদের অপারেশনের পর তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত এইচডিইউ ইউনিটে নেওয়া হবে।  

এছাড়াও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে উন্নত প্রযুক্তি চালুকরণ ও নবনির্মিত আনসার ব্যারাক কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের  সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।