বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৪ নম্বর ওয়ার্ডের হাদারপাড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিসিক এলাকায় আগে থেকেই মর্নিং ইপিআই তথা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো সান্ধ্যকালীন ইপিআই চালু করা হচ্ছে। নগরের ১৪টি বস্তিতে শুরু হওয়া এই কর্মসূচি চলবে। ওয়ার্ডগুলোতে ২৮ দিন পর পর আগামী এক বছর ইপিআই কার্যক্রম চলবে।
সিসিক সূত্র জানায়, ২৭টি ওয়ার্ডের মধ্যে ইপিআই লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৭৪২ শিশু। ছাতা দিয়ে বস্তি এলাকায় চারজন কর্মী এই কার্যক্রম চালিয়ে যাবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনইউ/আরআর