ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি পৃথিবীতে ঈর্ষণীয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি পৃথিবীতে ঈর্ষণীয়’ ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতিতে সারা পৃথিবী ঈর্ষা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। 

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য সেবায় গোটা পৃথিবীতে রোল মডেল।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, ভারত দেশ হিসেবে বড় হতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার রয়েছে। পৃথিবীর খ্যাতনামা মেডিক্যাল জার্নালগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের ঈর্ষণীয় সাফল্য তুলে ধরছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আরও রয়েছেন স্বাস্থ্য  মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, স্বাপিপের সভাপতি ডা. ইকবাল আরসোলান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন ৩৯তম বিশেষ স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ডা. নিলীমা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।