মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ অপমৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেন নবজাতকের স্বজনরা।
নবজাতক শিশুর চাচা রাকিব অভিযোগ করেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে নগরীর বড় নুরপুর এলাকার নিপা বেগম প্রসবজনিত কারণে ওই ক্লিনিকে ভর্তি হন।
তিনি জানান, ক্লিনিকে কোনো আবাসিক চিকিৎসক নেই। শুধু নার্স দিয়ে এখানে চিকিৎসা করা হয়। ফলে যথাযথ চিকিৎসা না হওয়ায় এ মৃত্যু হয়েছে।
এ সময় তিনি একে হত্যা বলে দাবি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে নবজাতকের স্বজনরা বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এবি