ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে হোম কোয়ারেন্টাইনে ৮ জন

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
সাভারে হোম কোয়ারেন্টাইনে ৮ জন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাভার: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঢাকার সাভারে ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আটজনের মধ্যে ইতালি থেকে ৪ জন, সৌদি আরব থেকে ২ জন ও দুবাই থেকে ২ জন দেশে এসেছেন।

রোববার (১৫ মার্চ) থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সাভারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের হাসপাতালে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ছয়জন রোগী রাখার মত ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।

তিনি আরও জানান, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য উপকেন্দ্রকে কোয়ারেন্টাইন হিসেবে তৈরি রাখা হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন জানান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা বিদেশফেরতদের মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশও তাদের নজরদারি করছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।