খাগড়াছড়ি: পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিটোল মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জয়া চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম।
সভায় করোনাকালীন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর এক সপ্তাহের পরিবর্তে তিনদিন এটি পালন করা হবে। তবে সারা বছর পরিবার পরিকল্পনা বিভাগ গর্ভপাত, মা ও শিশুস্বাস্থ্যসহ স্বাস্থ্য বিষয়ে নানা সেবা দেবে।
সভায় জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এডি/এফএম