ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যারা করোনার টিকা দিয়েছেন তাদের সবার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কারো কোনো সমস্যার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, তবে যেকোনো ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যেমন এলার্জি, মৃদু জ্বর, শরীর ব্যথা হতে পারে। সেজন্য চিকিত্সকরাও প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢামেক পরিচালক।
তিনি বলেন, দেশের জনগণ সাংবাদিকদের মাধ্যমে জানতে পারছে কীভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছে। আজ আমাদের পরিকল্পনা ছিল ১০০ জনকে টিকা দেওয়া। তবে দুপুরের মধ্যেই ১২০ জনকে আমরা টিকা দিয়ে দিয়েছি। এর মধ্যে ২০ জন নারী ও ১০০ জন পুরুষ। ১২০ জনের মধ্যে চিকিৎসক ৫৪ জন, হাসপাতালের কর্মচারী-কর্মকর্তা ৪৩ জন, নার্স ৭ জন ও ১৫ জন আনসার সদস্যকে টিকা দেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আরও জানান, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডি নাও হতে পারে। দ্বিতীয় ডোজ দেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ৮ থেকে ১২ সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে যারা আজ ভ্যাকসিন নিলেন তাদের সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এজেডএস/এমজেএফ