ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন ড. বিজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন ড. বিজন

ঢাকা: শনিবার (৭ আগস্ট) গণবিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়ক ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে গণ স্বাস্থ্যকেন্দ্র থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, শনিবার (৭ আগস্ট) সকাল ১১টায় গণবিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়ক Decoding of Delta variant, its catastrophic effects and probable way out: a hypothetical analysis.ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল।

ওয়েবিনারে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। এছাড়া ওয়েবিনারে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী,  বিএসএমএমইউ সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।