ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় ২১ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
সিলেটে করোনায় ২১ জনের মৃত্যু

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। যা সিলেটে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৬৭ জন। এর আগে বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২১ জনের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ও হবিগঞ্জের একজন রয়েছেন।

করোনা আক্রান্ত ৫৬৭ জনের মধ্যে সিলেট জেলার ৩১৭ জন, সুনামগঞ্জের ৫৩ জন, হবিগঞ্জের ৫৫ ও মৌলভীবাজারের ১০০ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৪২ জন করোনা আক্রান্ত রয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬২১ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৭৮ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৪৪ জন।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৬ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ৩২৩ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৯৬ জন। উপসর্গ নিয়ে ১১৪ জন ও আইসিইউতে রয়েছেন ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।