ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভারত থেকে এলো আরও ৪৫ লাখ টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
ভারত থেকে এলো আরও ৪৫ লাখ টিকা

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।

বুধবার (০১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বুধবার রাতে আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এই টিকাগুলো বাংলাদেশ সরকার ও সেরামের সঙ্গে চুক্তির ক্রয় করা টিকা।

চুক্তির আওতায় এ পর্যন্ত সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশকে মোট এক কোটি ২৫ লাখ কোভিশিল্ড টিকা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।