ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টানা ১২ দিন পর মৃত্যুশূন্য রামেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
টানা ১২ দিন পর মৃত্যুশূন্য রামেক

রাজশাহী: টানা ১২ দিন পর মৃত্যুশূন্য দিন পার করলো রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিট। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এক দিন আগেও হাসপাতালের এই ইউনিটে করোনায় চার জনের মৃত্যু হয়।

আর সর্বশেষ মৃত্যুহীন দিন কাটে গত ৪ ফেব্রুয়ারি। দেশে ওমিক্রন শনাক্তের পর এর আগে ১৮ জানুয়ারিও মৃত্যুশূন্য ছিল এই ইউনিট।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ বা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১৪৬ শয্যার বিপরীতে ৪১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা রোগী রয়েছেন ২৩ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। এছাড়া করোনা ধরা পড়েনি এমন রোগী ছিলেন ৬ জন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা ৪১ জন রোগীর মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং বগুড়ার একজন রোগী রয়েছেন।

এদিকে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৬৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৫৭ শতাংশে নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।