ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শনিবার প্রথম ডোজ টিকা নিয়েছেন এক কোটি ১১ লাখ লোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
শনিবার প্রথম ডোজ টিকা নিয়েছেন এক কোটি ১১ লাখ লোক

ঢাকা: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী গণটিকা কার্যক্রমের আওতায় এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন গণটিকা কার্যক্রমের আওতায় এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ১২ কোটি সাত লাখ ৫৬ হাজার ৫৬ জন।

একইসঙ্গে এদিন আট লাখ ১৫ হাজার ৭৩ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট আট কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৯৫১ জন।

পাশাপাশি এদিন মোট ৭৩ হাজার ৮৫৫ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়।  এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৩৩ হাজার ৬৮১ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।  

বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরকেআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।