ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ভারত

শ্বাসনালিতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
শ্বাসনালিতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া ফাইল ফটো

কলকাতা: ফের অসুস্থ সোনিয়া গান্ধী। বুধবার (০৪ জানুযারি) তাকে ভর্তি করা হয়েছে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে।

তাকে হাসপাতালে নিয়ে যান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। হাসপাতাল সূত্রে খবর, সোনিয়ার শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে অসুস্থ বোধ করছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সেই কারণেই উত্তরপ্রদেশ  ‘ভারত জোড়ো যাত্রা’ ছেড়ে মায়ের কাছে ফিরে আসেন রাহুল ও প্রিয়াঙ্কা।

হাসপাতালের চিকিৎসক অজয় স্বরূপ এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেস্ট মেডিসিন বিভাগে ডা অরূপ বসু ও তার টিমের নজরদারিতে তিনি রয়েছেন। শ্বাসনালিতে একটি ভাইরাল সংক্রমণের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সোনিয়া।

এর আগে পরপর দু’বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সোনিয়াকে। যদিও তার অন্য সমস্যাও রয়েছে। গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করাতে সোনিয়া গান্ধী বিদেশ যান। ফলে তাকে নিয়ে উদ্বেগ বাড়ছে কংগ্রেসে। তার সুস্থতা কামনা করে একের পর এক টুইট করছেন কংগ্রেস নেতারা।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০২৩
ভিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।