ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বস্তাভর্তি পয়সা নিয়ে স্কুটার কিনতে গেলেন সাইদুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বস্তাভর্তি পয়সা নিয়ে স্কুটার কিনতে গেলেন সাইদুল

স্কুটার কিনেই ভাইরাল হয়ে গেলেন ভারতের আসামের এক মুদিদোকানি। তার নাম মো. সাইদুল হক।

রাজধানী গুয়াহাটি শহরের বোরাগাঁও এলাকার বাসিন্দা তিনি।  

সাইদুলের এই স্কুটার কেনার ঘটনা আসামের মানুষের মুখে মুখে। প্রতিদিনই তো কত স্কুটার কেনা-বেচা হয়, তবে সাইদুল কেন ভাইরাল?

এর কারণ, স্কুটারটি কিনতে কাগুজে টাকা খরচ করেননি তিনি। মূল্য পরিশোধ করেছেন পয়সায়। একটি বস্তায় ভরে এসব পয়সাগুলো নিয়ে গত মঙ্গলবার গিয়েছিলেন স্কুটার কিনতে। আর শোরুমের কর্মীরা সেই বস্তা খুলে বের করা পয়সা গুনে দেখলেন তাতে আছে ৯০ হাজার রুপি!

বস্তায় ভরে পয়সা নিয়ে যাওয়া আর সেগুলো গণনা করার ছবিগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে ভারতের বার্তা সংস্থা এএনআই। তাতে দেখা গেছে, বস্তাভর্তি পয়সা নিয়ে স্কুটার কিনতে শোরুমে যাচ্ছেন সাইদুল। এরপর ফর্ম পূরণ করতে দেখা যায় তাকে। এরপর ওই শোরুমের কয়েকজন কর্মী মেঝেতে বসে পয়সা গুনছেন। গণনা শেষে ৯০ হাজার রুপি হয়। দোকানের কর্মীরা এসব পয়সা বয়ামে ভরে রাখেন।

সাইদুল জানালেন, গত পাঁচ-ছয় বছর ধরে তিনি ১, ২, ৫ ও ১০ রুপির পয়সা জমিয়ে স্কুটারটি কেনেন তিনি।

তিনি বলেন, ‘এগুলো সবই আমার জমানো পয়সা। অনেক দিনের স্বপ্ন ছিল একটা স্কুটার কিনব। কিন্তু চাইলেই তা পারি না আমি। ছোট্ট একটা মুদিদোকান চালাই। তাই শখ মেটাতে গত পাঁচ-ছয় বছর ধরে পয়সা জমাতে শুরু করি। অবশেষে আমি স্বপ্নপূরণ করতে পেরেছি। এখন আমি খুবই আনন্দিত। ’

সাইদুলের কাছে স্কুটার বেচে খুশি শোরুমের মালিক মনিশ পোদ্দারও। তিনি বলেন, ‘বিষয়টিতে আমি খুবই আনন্দ পেয়েছি। পয়সা দিয়ে স্কুটার কেনা, বিষয়টি ব্যতিক্রম। আমার আশা, সাইদুল ভবিষ্যতে এভাবেই চার চাকার গাড়ি কিনতে পারবেন। ’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।