ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ফের আগরতলা রেলস্টেশনে ৭ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
ফের আগরতলা রেলস্টেশনে ৭ বাংলাদেশি আটক

আগরতলা (ত্রিপুরা): ফের আগরতলা রেলস্টেশন থেকে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও তিনজন যুবক রয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) আগরতলা রেলওয়ে স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) তাদের আটক করে।  

আটকরা হলেন- ইব্রাহিম হোসাইন (২৪), সফিকুল ইসলাম (৩২), সেলিনা বেগম (২২), শিমুল হোসাইন (২৮) নূর নাহার ঝুমা (২৩), তসলিমা কানুম (২৪) ও মিনি খাতুন (১৯)।  

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দেব জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সাতজনকে রেলস্টেশন চত্বর থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অবৈধ উপায়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং আগরতলা থেকে ট্রেনে করে তারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিলেন।  

তাদের নামে মামলা করা হয়েছে। এছাড়া তাদের আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন ওসি।  

এর আগে গত ২৩ জুন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আগরতলা রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশিকে আটক করে দেশটির রেলওয়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।