ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

সাত রাজ্যের ১৩ উপনির্বাচনে ইন্ডিয়া জোট ১০, এনডিএ ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
সাত রাজ্যের ১৩ উপনির্বাচনে ইন্ডিয়া জোট ১০, এনডিএ ২

পশ্চিমবঙ্গের চারটি বিধানসভাসহ ভারতের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ১৩টি আসনের মধ্যে তারা জিতেছে মাত্র দুটিতে।

ইন্ডিয়া জোট জিতেছে ১০টিতে। আর একটিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী।  

ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, পশ্চিমবঙ্গে ৪টি আসনে উপনির্বাচন হয়েছে। আসনগুলো হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। চারটিতেই জিতেছে তৃণমূল। এর মধ্যে তিনটি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। অথচ ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এর মধ্যে প্রথম তিনটি ছিল বিজেপি দখলে।  

আরও ছয়টি রাজ্যের যে নয়টি বিধানসভায় ভোট হয়েছে, তার মধ্যে হিমাচলের হামিরপুর ও মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জিতেছে বিজেপি।  

দেহরায় জিতেছেন কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী কংগ্রেস।

উত্তরাখণ্ডের দু’টি আসন, বদ্রীনাথ এবং মঙ্গলৌরও মল্লিকার্জুন খড়্গে-রাহুল গান্ধীর দলের দখলে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং ইলাহাবাদে (বর্তমান নাম প্রয়াগরাজ) হারার পরে এ বার উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্র বদ্রীনাথেও ধারাশায়ী বিজেপির পদ্ম।  

পঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি (আপ) এবং তামিলনাড়ুর বিক্রবন্দীতে ডিএমকে জিতেছে।

বিহার রাজ্যের রুপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থী শংকর সিং জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।