ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

সম্পর্কের উন্নতি চাচ্ছেন বাংলাদেশ-ত্রিপুরার বেশিরভাগ মানুষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
সম্পর্কের উন্নতি চাচ্ছেন বাংলাদেশ-ত্রিপুরার বেশিরভাগ মানুষ 

আগরতলা (ত্রিপুরা): ভারত ও বাংলাদেশের একাংশ মানুষের কট্টরপন্থি মনোভাবের কারণে দিনের পর দিন সমস্যায় পড়ছেন। তারা এই অবস্থার অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক তা চাইছেন।

 

ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন স্বাভাবিক ছিল তখন শুধু আগরতলার আখাউড়া সীমান্ত দিয়েই প্রতিদিন ১১শত থেকে ১২শ লোক প্রতিদিন যাতায়াত করতো বলে জানান আখাউড়া সীমান্তের ভারতীয় অংশের এক অটোচালক নিরঞ্জন দাস।  

তিনি বলেন,  ৫ আগস্টের পর থেকে দুই দেশের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ধীরে ধীরে কমে আসছে। আর সাম্প্রতিককালের উত্তেজনার ফলে তা প্রতিদিন গড়ে ১০০ জনের নিচে নেমে এসেছে। অথচ আখাউড়া থেকে আগরতলার বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহণের জন্য এই রুটে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা মিলে প্রায় ৫০টি রয়েছে।  

এই অবস্থায় এক-একজন চালক দুই দিনেও একটি ট্রিপ পাচ্ছেন না বলে জানান এই অটোচালক।  

অপর দিকে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসা অনেকেই হোটেলে না পেয়ে পরিচিত লোকেদের বাড়িতে উঠছেন। এই পরিস্থিতির জন্য তারা যতদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তার আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার দক্ষিণ ভারতের চিকিৎসা করিয়ে সোজা বাংলাদেশ ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই জানান, এখানে থাকার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কথা চিন্তা করে দেশে ফিরে যাচ্ছেন।  

তবে উভয় দেশের মানুষের অভিমত দুই দেশের সম্পর্ক যেন আগের মতো স্বাভাবিক হয় এবং আগের মতো সকলে চলাফেরা করতে পারেন। তবেই সকলে লাভবান হবেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা।  

এদিন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ করে ওই সমিতি। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন।  

এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনার পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের পারদ উত্তপ্ত।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫ , ২০২৪
এসসিএন/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত এর সর্বশেষ