ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভারতে হাসপাতালে আগুন, নিহত ৬ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ভারতে হাসপাতালে আগুন, নিহত ৬ 

ভারতের তামিলনাড়ুর দিনদিগুলে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে ৬ রোগী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিনদিগুলের ত্রিচি রোডে সিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।  

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন হাসপাতালের লিফটে ৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ছয়জনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েন চিকিৎসকরা। তবে এরইমধ্যে সেই হাসপাতাল থেকে ৩০ রোগীকে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পাঠাতে সক্ষম হয় দমকল বাহিনী।  

হাসপাতাল সূত্রের বরাতে গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য রোগীদের উদ্ধার করে পার্শ্ববর্তী এক হাসপাতালে নেওয়া হয়েছে। এদের বেশিরভাগকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, আগুন লাগার পর ওই হাসপাতাল থেকে ধোঁয়া উড়ছে।  

দিন্দিগুলের জেলাশাসক এমএন পুঙ্গোডি বার্তাসংস্থা এএনআইকে বলেন, ‘যে হাসপাতালে আগুন লেগেছিল, সেখান থেকে রোগীদের উদ্ধার করে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

গত নভেম্বরেও ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছিল। উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নবজাতকের মৃত্যু হয়েছিল। এছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।