ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিমুখী আক্রমণে মমতাকে আক্রমণ করলেন অমিত শাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ত্রিমুখী আক্রমণে মমতাকে আক্রমণ করলেন অমিত শাহ

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে এসে ত্রিমুখী আক্রমণে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারদা সহ অন্যান্য চিট ফান্ডের আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে জবাব দিতে বাধ্য বলে উল্লেখ করলেন তিনি।

চিট ফান্ডের আর্থিক কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার নাম জড়িয়ে যাওয়াকে কড়া ভাষায় কটাক্ষ করেন অমিত শাহ। তার দ্বিতীয় আক্রমণের লক্ষ্যও ছিলেন পশ্চিমবঙ্গের শাসক দল।

সদ্য প্রকাশ্যে আসা নারদ ডট কম-এর স্ট্রিং অপারেশনের কথা উল্লেখ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উচিৎ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তরজা চরমে উঠেছিল। সেই প্রসঙ্গকে সামনে টেনে এনে  অমিত শাহ বলেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কারণে এই ইস্যুতে নরম অবস্থান নিয়েছে।

এই তিন প্রধান আক্রমণের সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনের কাজ কর্মের তীব্র সমালোচনা করেন অমিত শাহ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।