ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকে কৃষির উন্নয়নে নানা কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকে কৃষির উন্নয়নে নানা কর্মসূচি

আগরতলা: ত্রিপুরা সরকারের কৃষি দফতরের উদ্যোগে দক্ষিণ জেলার পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত ৭টি পঞ্চায়েত ও ৩টি এডিসি ভিলেজে কৃষির উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এসব কর্মসূচির আওতায় সম্প্রতি ২০ লাখ ২৫ হাজার রুপি ভর্তুকিতে ২৭ জন কৃষককে ২৭টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

এ বছর ব্লকের অন্তর্গত ৫৭ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। তরমুজ চাষের জন্য ১৯০ জন কৃষককে সার ও উন্নতমানের বীজ দিয়ে সহায়তা করেছে কৃষি দফতর।

‘সকলের জন্য আম’ কর্মসূচিতে স্থানীয়দের মাঝে ৯ হাজার ৫০০টি আম্রপালি চারা বিতরণ করা হয়েছে। এছাড়া ১৯ ইউনিটে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

বিএডিপি প্রকল্পে ১৬ লাখ ৮৭ হাজার রুপি খরচ করে কৃষকদের উৎপাদিত সবজিসহ ফসল বিক্রির সুবিধার জন্য শ্রীনগর বাজারে নানা সুবিধাসহ একটি সবজি মার্কেট নির্মাণ করা হয়েছে।

ব্লকের অন্তর্গত সাতচাঁদ কৃষি মহকুমা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।