ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরা থেকে ‘আসছে’ আরও ১০০মেগাওয়াট বিদ্যুৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ত্রিপুরা থেকে ‘আসছে’ আরও ১০০মেগাওয়াট বিদ্যুৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ত্রিপুরা থেকে থেকেও আর ১০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ।

পালাটানা বিদ্যুৎ প্রকল্পের পর রাজ্যের অপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নর্থ-ইস্ট ইলেক্ট্রিক পাওয়ার করপোরেশন লিমিটেডের (নিপকো) মনারচক থেকেও বিদ্যুৎ রফতানি করতে ইচ্ছুক ত্রিপুরা সরকার।

সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ত্রিপুরা থেকে আরও ১০০মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য ভারতের কাছে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের কাছে মতামত জানতে চায় ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়।

এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনাপত্তির কথা জানিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকারও।

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানান, রাজ্যের সিপাহীজলা জেলার মনারচক গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০মেগাওয়াট বিদ্যুৎ দিতে আমাদের কোনো আপত্তি নেই।

রাজ্যের বিদ্যুৎ নিগমের সিএমডি শ্যামল কুমার রায় বাংলানিউজকে জানিয়েছেন, রাজ্যের পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের চুক্তি হলেও এখন ১২০মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ রফতানি করা হচ্ছে বাংলাদেশে।

‘আশা করছি দ্রুতই নিপকো’র মনারচক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও ১০০মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে
রফতানি করা যাবে,’ বলেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, মনারচক প্রকল্পে ১০০মেগাওয়াটের পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদনের জন্য বাড়তি জ্বালানির প্রয়োজন। এই গ্যাস সরবরাহ করবে ও এন জি সি। বাড়তি গ্যাস
সরবরাহ শুরু হলেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

 বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।