কলকাতা: উৎসবের শেষ পর্বে আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাসে এসআই টুটুলের গানে নাচলেন উপস্থিত দর্শকরা। সঙ্গে নাচলেন কলকাতায় থাকা বাংলাদেশের ছাত্রছাত্রীরা।
টুটুলের গানে সস্ত্রীক নেচে উঠলেন মিশনের কর্মকর্তারা। ছন্দে, সুরে , নাচে আর প্রাণ খোলা ভালবাসার মধ্যেদিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) শেষ হলো কলকাতায় পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব।
উৎসবের শেষ দিন মঞ্চে নৃত্য পরিবেশনা করেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এ দিন শেষ পর্বে দর্শক দের উচ্ছ্বাস ছিল দেখার মতো। উপস্থিত ছিলেন মিশনের প্রায় সব কর্মকর্তা ও তাদের পরিবার। অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ তিনিও নৃত্যে যোগ দেন।
সুর, তাল, ছন্দ এবং সর্বোপরি দু’দেশের বন্ধুত্বের বার্তা ছড়িয়ে শেষ হলো ২০১৬ সালের পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ভিএস/টিআই