ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

সাংবাদিকদের জন্য পেনশন স্কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
সাংবাদিকদের জন্য পেনশন স্কিম

পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের জন্য এবার পেনশন স্কিম চালু করা হচ্ছে। এর আগে এই রাজ্যে সাংবাদিকদের জন্য চালু হয় বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচল। 

শুক্রবার (৩০ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়।  পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, রাজ্য সরকারের স্বীকৃত সাংবাদিকদের মধ্যে যারা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তারা ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন।

এই পেনশনের অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সেই সঙ্গে যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তারাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদমাধ্যমে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।

বর্তমানে বিনা ভাড়ায় বাস চলাচল করা ছাড়াও দেশজুড়ে টিকিটের অর্ধেক মূল্যে রেলপথে চলার সুযোগ পাচ্ছেন।  

রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলকাতা প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক।  

তিনি বলেন, শহর থেকে জেলা-রাজ্যের সব সাংবাদিক, চিত্র সাংবাদিকদের হয়ে কলকাতা প্রেসক্লাব এই পেনশনের জন্য সংগ্রাম করেছিল। সেই উদ্যোগ অবশেষে সফল হয়েছে। অনেক ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।