ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মোবাইল ইন্টারনেট গতি: ভারতকে ছাপিয়ে প্রতিবেশী দেশগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
মোবাইল ইন্টারনেট গতি: ভারতকে ছাপিয়ে প্রতিবেশী দেশগুলো মোবাইল ইন্টারনেট গতি: ভারতকে ছাপিয়ে প্রতিবেশী দেশগুলো। ( ছবি: প্রতীকী)

কলকাতা: মোবাইল ইন্টারনেট গতিতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে ভারত। এমন তথ্য প্রকাশ করেছে ইন্টারনেট গতি মাপার সংস্থা ‘ওকলা’ (Ookla)।  

‘ওকলা’র প্রতিবেদনে বলা হয়, ভারতে মোবাইল ইন্টারনেটে ফোর-জি সেবা মিললেও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান হয়নি।

ভারতের একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে ভারতে ইন্টারনেটের গড় গতি ৬ দশমিক ১ এমবিপিএস-ই থেকে গেছে।

যেখানে বিশ্বে ইন্টারনেটের গড় গতি ১৭ এমবিপিএস। ফলে ইন্টারনেটে ধীরগতির ১২৪টি দেশের মধ্যে ১০৯তম অবস্থানে রয়েছে ভারত।   

সমীক্ষায় আরও বলা হয়, মোবাইল ইন্টারনেটে ভারতের গড় ডাউনলোড গতি প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার থেকেও কম। এই তিন দেশের গড় ডাউনলোড গতি যথাক্রমে ৮ দশমিক ৯৭ এমবিপিএস, ১৪ দশমিক ০৩ এমবিপিএস এবং ১৬ দশমিক ৯৮ এমবিপিএস। সেখানে ভারতীয় মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৮ দশমিক ৭৬ এমবিপিএস।  

‘ওকলা’র প্রতিবেদন অনুযায়ী, ভারতে স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি, গ্রাহকরা বেশিরভাগ সময় মোবাইল ইন্টারনেটে ব্যস্ত থাকায় নেটওয়ার্কে সমস্যা হচ্ছে।

‘সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রঞ্জন ম্যাথুর উদ্ধৃতির বরাত দিয়ে ‘ওকলা’ জানাচ্ছে, অন্যান্য দেশের তুলনায় ভারতে টেলিকম অপারেটর নেটওয়ার্ক টাওয়ার প্ল্যান্ট কম। এর ফলে গ্রাহক পিছু ইন্টারনেটের স্পিড ধীরগতির।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ভিএস/এএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।