শুক্রবার (৩০ আগস্ট) একথা জানান কলকাতা আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও জানান, যে নিম্নচাপটি তৈরি হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় তার প্রভাবে শুক্রবারও পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
এদিন সকাল থেকে কলকাতাসহ রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। দিনটিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকতায় বৃষ্টি হয়েছে ৩০ দশমিক ৪ মিলিমিটার।
তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় এদিনও অস্বস্তি ও ভ্যাপসা গরম অনুভব করছে নগরবাসী।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ভিএস/এএ