আগামী ১২ জানুয়ারি সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকবেন তিনি। কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তিতে নানাবিধ অনুষ্ঠান রয়েছে।
এরপর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় থাকবেন মোদী। দেখা করতে পারেন বিজেপির রাজ্য প্রতিনিধিদের সঙ্গে। প্রধানমন্ত্রীকে দিয়ে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক জনসভা করানোর চেষ্টা হচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী রাজ্যে এনআরসি ও সিএএ নিয়ে মোদী কী বলেন, সেদিকেই সবাই তাকিয়ে থাকবেন শহরবাসী।
তবে লোকসভা নির্বাচনের আগে মোদী-মমতা সম্পর্কটা অনেকটা সাপে-নেউলে সম্পর্ক থাকলেও, বর্তমানে মমতার চোখের বিষ হয়ে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহও সংসদ ভবনে দাঁড়িয়ে আক্রমণ করেছেন মমতাকে। যেহেতু এনআরসি ও সিএএ নিয়ে রাজ্যের একটি বড় অংশে তুমুল বিক্ষোভের মুখে রয়েছে, প্রতিবাদে ট্রেন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তাই নিরাপত্তার খাতিরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনও পক্ষ থেকেই এ ব্যাপারে পরিষ্কারভাবে কেউ কিছু বলতে চাননি।
তবে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী শহরে আসছেন নিশ্চিত এবং কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর হাত ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
ভিএস/ওএইচ/