সিএএ, এনআরসিসহ ১২ দফা দাবিতে মোদী সরকারের বিরূদ্ধে ভারতজুড়ে বুধবার (৮ জানুয়ারি) হরতালে সামিল হয়েছিল বাম-কংগ্রেসসহ বিরোধীরা।
এমনকি এনআরসি, সিএএ, এনপিআর, জেএনউইর মত ঘটনা নিয়ে প্রতিদিনই মুখ খুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকরা।
বেঙ্গালুরুর ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অমর্ত্য সেন বলেন, সিএএ একটি অসাংবিধানিক আইন। দেশের শীর্ষ আদালতের উচিত এ আইন বাতিল করে দেওয়া। একই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় মোদী সরকারের উচিত খেটে খাওয়া মানুষের সমস্যা নিয়ে চিন্তা-ভাবনা করা। পাশাপাশি সরকারকে ধর্মের ভেদাভেদ থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) একই বিষয়ে সরব হয়েছিলেন আরেক নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেএনইউ ক্যাম্পাসে হিংসার ঘটনা নিয়ে একইভাবে সরব হয়েছেন তিনি।
নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, যে কোনো ভারতীয়, যারা বিশ্বে ভারতের ভাবমূর্তি নিয়ে চিন্তা করেন, তাদের উদ্বিগ্ন হওয়া উচিত এ ঘটনায়। প্রতিবাদের সুর চড়িয়ে তিনি বলেন, যেন জার্মানির নাৎসি শাসনের দিকে এগোচ্ছে ভারত, তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ভিএস/এফএম