সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এ কথাই জানা ভূপেশ সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন, ভারতে এনআরসি কার্যকর করা হবে না।
এর আগে সংসদে অমিত শাহ ঘোষণা করেন, গোটা দেশজুড়ে এনআরসি করবে সরকার। এরপরই সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সিএএ বিল পরিণত হয় আইনে। এরপরই সিএএ ও এনআরসির বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে সারা ভারত।
জনতার ক্ষোভ সামাল দিতে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ১৩০ কোটি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আসামে এনআরসি হয়েছে। ভারতে চারদিকে মিথ্যা রটানো হচ্ছে। বিরোধী অনেক নেতা দাবি করছেন, গোটা দেশে এনআরসি করা হবে, আর তা করতে বিশাল অর্থ ব্যয় হবে কেন্দ্রীয় সরকারের। কিন্তু যে বিষয়ে কোনো বিল পাশ হয়নি, তার জন্য কেন মাথা ঘামাচ্ছেন?
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২০
ভিএস/এইচজে