এতে আগামী অর্থবছরে আর্থিক প্রবৃদ্ধির হার ৬ থেকে ৬ দশমিক ৫ শতাংশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. কৃষ্ণমূর্তি সুব্রামনিয়াম।
সমীক্ষা বলছে, চলতি অর্থবছরে ভারতে আর্থিক প্রবৃদ্ধির হার ছুঁয়েছে ৫ শতাংশ।
সমীক্ষায় আর্থিক প্রবৃদ্ধি ফেরাতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আর্থিক ঘাটতি শিথিল করার বিষয়। এছাড়া দেশে ব্যবসা সহজ করতে আরও সংস্কারের প্রয়োজন আছে বলেও উল্লেখ করাও হয়েছে।
এছাড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গোটা বিশ্ববাজারে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে, যা ভারতকে প্রভাবিত করেছে। পাশাপশি স্বীকার করে নেওয়া হয়েছে দেশীয় নানান সমস্যার কারণে বিদেশি বিনিয়োগে মন্দা চলছে।
এছাড়া সব শ্রেণির মধ্যে সম্পদ বিতরণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সমীক্ষা ১০টি নতুন ধারণাও তুলে ধরেছে। যা ভারতীয় বাজার ও ভারতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।
অর্থনৈতিক সমীক্ষা আরও বলেছে যে আগামী অর্থবছরে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার একমাত্র উপায় হলো সরকারকে দ্রুত সংস্কারের পথে হাঁটতে হবে।
বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ভিএস/এএ