কলকাতা: দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ অব্যাহত রয়েছে। ফলে ফের ভারতের আকাশে আন্তর্জাতিক প্লেন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের আকাশে আন্তর্জাতিক প্লেন প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানায় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
অবশ্য এর আগে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক যাত্রীবাহী প্লেন পরিষেবার ওপর স্থগিতাদেশের মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত।
সংস্থাটির তরফে এদিন বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকলেও বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রুটে প্লেন চলাচল করবে।
গত ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক প্লেন যাতায়াত স্থগিত রয়েছে। যদিও সীমিতভাবে ডোমেস্টিক প্লেন পরিষেবা চালু রয়েছে গত ২৫ মে থেকে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
ভিএস/আরবি/