কলকাতা: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরও এক রাজনীতিক। এরইমধ্যে কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেসের সংসদ সদস্য আবু হাসেম খান চৌধুরী।
এ নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতির মহলেও। কেননা, উল্লেখযোগ্য ভাবে রাজ্যের নিরিখে সাধারণ মানুষের সঙ্গে একাধিক রাজনীতিকও আক্রান্ত হচ্ছেন বলে খবর মিলেছে।
কয়েকদিন আগেও শনাক্ত হন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে দমকলমন্ত্রী সুজিত বসু থেকে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
আক্রান্ত বিজেপির অন্দরেও। অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল করোনায় আক্রান্ত ছিলেন। বর্তমানে তারা সুস্থ। এছাড়া তৃণমূলের একাধিক বিধায়ক ও জনপ্রতিনিধিও ভাইরাসে আক্রান্ত। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ, সমরেশ দাসের মৃত্যু পর্যন্ত হয়েছে করোনায়। আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় কমিটি সম্পাদক অনুপম হাজরাও।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
ভিএস/টিএ