ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের একাধিক জেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের একাধিক জেলা

কলকাতা: ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

ভূমিকম্পের উৎসস্থল আসামের গুয়াহাটির কাছে শোনিতপুর এলাকা।

বুধবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৫৪ মিনিটে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং জেলাসহ রাজ্যের দক্ষিণবঙ্গের মালদা, মুর্শিদাবাদসহ একাধিক জেলায় কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কম্পনের জেরে জেলাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। বেশ কিছু বাড়িঘর ও রাস্তাতেও ফাটল ধরেছে। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা জায়নি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।