ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নন্দীগ্রামে মমতা নন শুভেন্দুই জয়ী, জানিয়ে দিলো কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২, ২০২১
নন্দীগ্রামে মমতা নন শুভেন্দুই জয়ী, জানিয়ে দিলো কমিশন

কলকাতা: সেই বিকেল থেকে অনেক দ্বিধা-দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীকেই জয়ী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। তবে কেউ ভোট পুনর্গনার আবেদন করলে সেটা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে রোববার (২ মে) বিকেলে প্রথমে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে জিতেছেন বলে খবর মেলে। ঘণ্টাখানেকের মধ্যে আবার ফল পরিবর্তন হয়ে শুভেন্দুর দিকে ঝোঁকে। এরপর ফলই স্থগিত ঘোষণা করে কমিশন।

পরে স্থানীয় সময় রাত ৮টার দিকে কমিশন আবার জানায় শুভেন্দু অধিকারী ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মমতা পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস ২১৫ এবং ৭৫ আসনে বিজেপি জয়ী বা এগিয়ে রয়েছে।

আ রো পড়ুন>>
**
নন্দীগ্রামের ফল ঘোষণা স্থগিত, হতে পারে পুনর্গণনা
**খেলা জিতেছি, যা যা প্রতিশ্রুতি দিয়েছি পালন করবো: মমতা
**
অভিনন্দন মমতা দিদি, টুইটে মোদী
**হারলেও কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা?
**হারের ক্ষোভ বিজেপি শিবিরে, মোদী-অমিত শাহর দিকে আঙুল
**লজ্জাজনক হারের পথে অভিনেত্রী শ্রাবন্তী
**বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারও হেরেছেন
**দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র
**দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র
**তৃণমূলের হয়ে চিরঞ্জিত চক্রবর্তীর হ্যাট্রিক বিজয়
**হেরে গেলেন রুদ্রনীল ঘোষ
**প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি
**বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা
**তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত
**বাঙালি প্রমাণ করল, আমাদের কেনা যায় না: নচিকেতা
**নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল
**
নন্দীগ্রামে শেষ রাউন্ডের ভোট গণনা শুরু, ৬০০ ভোটে এগিয়ে মমতা
নন্দীগ্রামে ৬ ভোটে পিছিয়ে মমতা
নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন মমতা
সব ঠিক থাকলে মমতাই ফের ক্ষমতায়
নন্দীগ্রামে ৩৩২৭ ভোটে এগিয়ে মমতা
নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল, সমর্থকদের উল্লাস
তৃণমূল এগিয়ে, নন্দীগ্রামে পিছিয়ে মমতা
তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, খোলা হয়নি ইভিএম


বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ০২, ২০২১
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।