ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারী নিম্নচাপ: শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
ভারী নিম্নচাপ: শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টি

কলকাতা: একদিকে মৌসুমি বায়ু সক্রিয় অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ভারী নিম্নচাপ। এর ফলে পশ্চিমবঙ্গে আগামী শুক্রবার (৬ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কলকাতার আবহাওয়া দফতর।

তারই প্রভাব পড়েছে রাজ্যসহ শহর কলকাতায়। সকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। গঙ্গায় জোয়ার থাকায় শহরের রাজপথে জমতে শুরু করেছে পানি।

পাশাপাশি রাজ্যের হাওড়া, হুগলি, মেদিনীপুরের একাধিক এলাকা পানিমগ্ন হয়ে রয়েছে। তার ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি হলে পানিমগ্ন এলাকায় পানি আরও বাড়বে। নিচু এলাকায় পানি জমাসহ কলকাতায় পানি জমে থাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে।

ঘূর্ণাবর্তের প্রভাব গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার পাশাপাশি বীরভূমের শ্রীনিকেতন, দক্ষিণ ২৪পরগনার ডায়মন্ড হারবারের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তাতেই বজ্রবিদ্যুৎসহ আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে বলে গত বুধবারই (৪ আগস্ট) জানিয়েছিল হাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।