ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন প্লাটফর্মে নকিয়া রিডার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২
নতুন প্লাটফর্মে নকিয়া রিডার

নকিয়ার বেটা ল্যাবস সিরিজ ৪০ প্লাটফর্মের জন্য তৈরি করেছে নকিয়া রিডার। ফিনস প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতি-এই অ্যাপলিকেশন নকিয়া ব্যবহারকারীকে সমসাময়িক বিষয়ভিত্তিক নিত্যনতুন তাজা খবর দিবে।

এজন্য ব্যবহারকারী কোনরকম মাত্রারিক্ত ব্যাটারি এবং ব্যান্ডউইথ ফুরানোর চিন্তা না নিয়েই গরম খবর জেনে নিতে পারবে।

সুত্র মতে, এই অ্যাপলিকেশনের ফিচার নোটিফিকেশন প্রযুক্তি যা কেবল তাজা খবরগুলি বিজ্ঞপ্তিরুপে প্রেরণ করবে।

উল্লেখ্য ব্যবহারকারী চাইলে অ্যাপলিকেশনটি নিজের মত সাজিয়ে নিতে পারবে প্রাসঙ্গিক সংবাদ পাওয়ার উদ্দেশ্যে। এছাড়া এটি ফোনের হোমস্ক্রিনে স্থাপন করা যাবে যাতে করে দ্রুত প্রবেশ করা যায়।

নকিয়া এক বিবরণে জানান, অ্যাপলিকেশনটি নকিয়ার টাচ অ্যান্ড টাইপ ফোনে ভাল কাজ করবে। যার মধ্যে আশা ৩০৩, আশা ৩০০, সি২-০২, এক্স৩-০২, সি৩-০১ মডেল রয়েছে। সেবাটি পেতে হলে নকিয়া অ্যাকাউন্টে নিবন্ধন করতে হবে। অ্যাপলিকেশনটির উন্নয়ক নকিয়া বেটা ল্যাব, ভার্সন ১.০.১, সাইজ ১৮০ কেবি, প্লাটফর্ম সিরিজ ৪০।

ডাউনলোডের জন্য http://betalabs.nokia.com/apps/nokia-reader-for-series-40/download_and_installation লিঙ্কে যেতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, ৩ এপ্রিল, ২০১২

সম্পাদনা: এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।