ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪০ হাজারে লাইফবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
৪০ হাজারে লাইফবুক

ইন্টেল সেকেন্ড জেনারেশনের ফুজিৎসু লাইফবুক এখন দেমে। মূল পর্দা ১৪.১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এলএইচ ৫৩১ মডেলের লাইফবুকের বৈশিষ্ট্য ডুয়ালকোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিকস, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম।

সাশ্রয়ী মূল্যের এ লাইফবুকে আরও আছে ডুয়্যাল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কাডর্,  এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মবিলিটি সুবিধা। বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট। এ লাইফবুকে বন্ধ অবস্থায়ও চার্জ দেওয়া যায়।

এটি তুলনামূলক ৩০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এলইডি ডিসপ্লের লাইফবুকের ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সাড়ে চার ঘণ্টা। এ মুহূর্তে দাম ৪০ হাজার ১৫০টাকা। সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।

বাংলাদেশ সময় ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।