ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাণিজ্য বাড়াবে প্রযুক্তি: ওরাকল প্রেসিডেন্ট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২
বাণিজ্য বাড়াবে প্রযুক্তি: ওরাকল প্রেসিডেন্ট

বিশ্বব্যাপী তথ্য ব্যবস্থাপনায় চাহিদা অব্যাহত। এ পরিস্থিতিতে বাণিজ্যিক সম্প্রসারণে প্রযুক্তির সহজলভ্যতাও গুরুত্বপূর্ণ।

বিশ্বের শীর্ষ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ‘ওরাকল’ এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সূত্র এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে ওরাকল করপোরেশনের সভাপতি মার্ক হুড ‘ওপেন ওয়ার্ল্ড টোকিও-২০১২’ বক্তৃতায় বলেন, বিশ্বের ব্যবসা-বাণিজ্যের ৬৫ ভাগ তথ্যই সংরক্ষিত হয় ওরাকল ডাটাবেজে।

তাই বাণিজ্য সম্প্রসারনে সি-লেভেল নির্বাহীদের জন্য বাণিজ্যিক বিশ্লেষণ সফটওয়্যার আবশ্যক। এক্ষেত্রে ওরাকল বাণিজ্যিক বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, বাণিজ্যিক মূল্যায়ন, বাজার ব্যবস্থাপনা ছাড়াও সাশ্রয়ী এবং সহজলভ্য সেবামাধ্যমসরবরাহ করছে।

বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার এমর পরিস্থিতিতে ওরাকল প্রতিষ্ঠানগুলোর জন্য সরবরাহ করছে ন্যূনতম বিনিয়োগে সর্বোচ্চ তথ্য নিরাপত্তার নিশ্চয়তা। এ জন্য বিগ ডাটা, ক্লাউট কমপিউটিং, ইন মেমোরি অ্যানালাইটিকস ও বিভিন্ন অত্যাধুনিক মোবাইল অ্যাপলিকেশন প্রযুক্তি সরবরাহ করছে ওরাকল।

বাংলাদেশ সময় ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।