বিখ্যাত ক্যামেরা নির্মাতা নাইকন এবারে ডিএসএলআর মডেল নিয়ে এসেছে। এতে আছে স্বনিয়ন্ত্রিত সিমস ইমেজ সেন্সর।
নব ধারার এ ক্যামেরায় আছে ৩ মেগাপিক্সেল ইমেজ প্রসেসিং ইঞ্জিন, ২৪.২ মিলিয়ন পিক্সেল ধারণযোগ্য, ডি-মুভি, পুরোপুরি এইচডি (ইনপুট-আউটপুট) সমর্থিত এবং মুভি রেকর্ড বাটন। তবে বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ‘গাইড মুড’ সিস্টেম। এর মাধ্যমে একজন নবীন ফটোগ্রাফারও পেয়ে যাবেন ছবি তোলার নানাবিধ ফর্মূলা।
এ ক্যামেরার মাধ্যমে অ্যানড্রইড পণ্যগুলোতে ওয়াইফাই দিয়ে ছবি বিনিময় করা সম্ভব। অচিরেই এ ডিএসএলআর ক্যামেরা যুক্তরাষ্ট্র এবং ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
এ মুহূর্তে বাজার দাম ৭০০ ডলার নির্ধারণ করা হয়েছে। সব ঠিক থাকলে আসছে মে মাসেই নাইকনের এ ক্যামেরার দেখা মিলবে। এরই মধ্যে দর্শনার্থীদের কাছে এ ক্যামেরা প্রদর্শন করা হয়েছে।
বাংলাদেশ সময় ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২